ঝালকাঠি জেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিককে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে
ইবিটাইমস ডেস্কঃ সোমবার (১৫ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরতলীর কৃষ্ণকাঠি এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে ওই হত্যার ঘটনা ঘটে। গভীর রাতে প্রবাসীর স্ত্রীর চিৎকার, ঘরেই মিলল প্রেমিক আওয়ামীলীগের লীগ নেতার রক্তাক্ত দেহ।
শিরিনের সঙ্গে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত রিপন মল্লিক কৃষ্ণকাঠি এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। পুলিশ এ ঘটনায় শিরিন আক্তার নামে নারীকে আটক করেছে।
পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়রা জানায়, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন আগে ঢাকায় যান।
শিরিন ঘটনার দিন তার ঘরে একা ছিলেন। রাত সাড়ে ১০টায় শিরিন তার ঘরের ভেতর থেকে চিৎকার দিচ্ছিল। এ সময় আশপাশের মানুষ ঘরে ঢুকে রিপন মল্লিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক রিপন মল্লিককে মৃত বলে ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, লাশের সুরতহাল শেষে প্রাথমিকভাবে যেটি বোঝা যায় এটি হত্যাকাণ্ড। যেই নারীর ঘরে হত্যা করা হয়েছে সেই নারীর সঙ্গে রিপন মল্লিকের পরকীয়া সম্পর্ক ছিল বলেও তথ্য পেয়েছি। আমরা শিরিন নামের ওই নারীকে আটক করেছি। রিপন মল্লিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
কবির আহমেদ/ইবিটাইমস