ঝালকাঠি জেলায় ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঝালকাঠি জেলায় ক্ষয়ক্ষতির পূণাঙ্গ বিবরণ বিভিন্ন বিভাগ থেকে পাওয়া গেছে। কৃষি, বনায়ন, ঘর-বাড়ি, মৎস্য সেক্টর, বিদ্যুৎ লাইন, মসজিদ মন্দির ও আধাপাকা লেট্রিনসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা।

জেলা প্রশাসন থেকে এই ক্ষয়ক্ষতির বিবরণ কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে সরকার এ ব্যাপারে ক্ষয়ক্ষতির জন্য জেলায় বরাদ্দ প্রাপ্তির পরে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করা যাবে।

ঝালকাঠি জেলায় এই ঝড়ে ফসলি জমির ধান হেলে পরে এবং চাষ করা শাকসবজিসহ ১৭৪১ হেক্টর ও ৬৫৫ হেক্টরে বোরো বীজ তলার ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা, জেলার ৪টি উপজেলায় ৩৫৮৫ আংশিক বাড়িঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫ লাখ ৪০ হাজার টাকা। মৎস্য সেক্টরের একাধিক খামার অতি বর্ষনের ফলে ডুবে গিয়ে ২ লাখ টাকার মাছ চাষের ক্ষতি হয়েছে। জেলায় পল্লি বিদ্যুৎসহ বিদ্যুৎ লাইনের ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়াও মসজিদ, মন্দিরে ১ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বনায়নের ক্ষেত্রে ১ লাখ টাকা ও আধাপাকা লেট্রিনের ২ লাখ ১৬ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »