পালানোর জন্য ওবায়দুল কাদেরের পাসপোর্ট-ভিসা রেডি – রুহুল কবির রিজভী

দেশ ছেড়ে পালানোর জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভিসা রেডি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, জবরদস্তি করে আবারও নির্বাচন করবে এটি আর সম্ভব নয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুঝতে পেরে ভিসা রেডি করে রেখেছে। যেকোনো প্রকারে তারা আবারও নীলনকশার পুলিশি নির্বাচন করবে, এবার আর সম্ভব হবে না। হতে দেবে না দেশের জনগণ। এরই মধ্যে আমরা শুনতে পাচ্ছি তাদের (আওয়ামী লীগের) অনেক নেতাকর্মী দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ওবায়দুল কাদের সাহেবসহ আরও অনেকে পাসপোর্টে ভিসা করে রেখেছেন।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দেবে না। ভোট দেবে পুলিশ। পুলিশ সুষ্ঠুভাবে ভোট দেবে শেখ হাসিনাকে জেতানোর জন্য, আওয়ামী লীগকে জেতানোর জন্য, ভোটাররা ভোট দেবে না। পুলিশের ভোটে ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সামনে আবারও ওই ধরনের নির্বাচন করার পাঁয়তারা করছে তারা। সে স্বপ্নে বিভোর হয়ে আছেন ওবায়দুল কাদের সাহেবরা।

আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আমরা জনগণের শক্তিতেই এই সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দেওয়ার জন্য। আমরা তলে তলে কোন কাজে বিশ্বাস করি না। সরকার তলে তলে কাজে বিশ্বাস করেন বলে তাদের সাধারণ সম্পাদক বলেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »