অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন মরহুম সিরাজ চৌধুরীর নামাজে জানাজার পর মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে
ভিয়েনা ডেস্কঃ বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ৩টার দিকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও অস্ট্রিয়া আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের মুসলিম কবরস্থান সংলগ্ন মসজিদে প্রয়াত সিরাজ চৌধুরীর নামাজে জানাজা পড়ান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়েখ ড.ফারুক আল মাদানি। জানাজার নামাজের পূর্বে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে মৃত্যুর মত চিরন্তন সত্যকে উপলব্ধি করে,এর জন্য ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পূর্ব প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন।
মরহুম সিরাজ চৌধুরীর নামাজে জানাজায় কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,মরহুম সিরাজুল ইসলাম চৌধুরী (যিনি সিরাজ চৌধুরী নামে পরিচিত ছিলেন) গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২:০৯ মিনিটে ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের Kaiser Franz Josef হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানান অসুখে
ভুগছিলেন।
মৃত্যুর সময় তার আনুমানিক বয়স হয়েছিল ৭০ এর উপরে। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও একমাত্র প্রাপ্ত বয়স্ক ছেলে রেখে গেছেন। মরহুম সিরাজ চৌধুরীর পরিবার বাংলাদেশে বসবাস করছেন। প্রয়াত সিরাজ চৌধুরীর পরিবার বর্তমানে স্থায়ীভাবে রাজধানী ঢাকায় বসবাস করলেও তাদের পৈতৃক বাড়ি কুমিল্লার কচুয়া উপজেলায়।
প্রয়াত মরহুম সিরাজ চৌধুরী ১৯৮০ এর দশকে ইরানে বাংলাদেশ দূতাবাসে কিছু সময় কর্মরত ছিলেন। তারপর ১৯৯০ এর দশকের প্রথম দিকে স্বেচ্ছায় দূতাবাসের কাজ ছেড়ে দিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন মরহুম সিরাজ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা ছাড়াও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস