ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগে সরবরাহের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধিঃ ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগের জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলন কমিটি। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ভোলার গ্যাস ফিল্ডে প্রচুর পরিমানে গ্যাস মজুদ রয়েছে। দক্ষিন অঞ্চলে করে ভোলার এই গ্যাস ঢাকাসহ অন্যত্র সরবরাহের চুক্তি করা হয়েছে। অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে বরিশাল বিভাগের শিল্প এলাকায় আবাসিক খাতে গ্যাস সংযোগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় ঝালকাঠি নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মো. ফিরোজ আহম্মেদ, সদস্যসচিব প্রশান্ত দাস হরি, তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির ঝালকাঠি শাখার সভাপতি এসএম হুমায়ুন কবির, বীর মুক্তযোদ্ধা অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা, সুশাসনের জন্য নাগরিক সুজন এর নলছিটি উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান মৃধা, শিক্ষক একরামুল করিম, হাসান মাহমুদ, বাদস নেতা রমজান আকন ও লাভলী আক্তার।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »