ভিয়েনা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্টোকসের রেকর্ডগড়া ইনিংসে নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তনের তৃতীয় ইনিংসে রেকর্ড গড়লেন স্টোকস। ১২৪ বলে ১৮২ রানের রেকর্ডগড়া সেই ইনিংসে ১৮১ রানের বিশাল ব্যবধানে জিতেছে ইংলিশরা। তাতে চার ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ওভালে সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ৩৬৮ রানের সংগ্রহ দাড় করায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৮৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি জো রুটও। দলীয় ১৩ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপরই শুরু হয় স্টোকসের জাদু।

তৃতীয় উইকেটে ডেভিড মালানকে নিয়ে ১৯৯ রানের জুটি গড়েন স্টোকস। ১৬৫ বলের সেই জুটিতে কিউই বোলারদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছে এই দুই ইংলিশ ব্যাটার। ৯৫ বলে ৯৬ রান করে গ্লেন ফিলিপসের বলে ফেরেন মালান। পার্টনারকে হারিয়ে আরও বিধ্বংসী হয়ে ওঠেন স্টোকস। ৪৬ বলে ৭৮ রানের জুটি গড়েন বাটলারকে নিয়ে। এরপর নিয়মিত বিরতিতে কিছু উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তবে একপ্রান্তে ভালোভাবেই লড়াই করেছেন স্টোকস। তৃতীয় ওভারে ব্যাট করতে নেমে আউট হয়েছেন ৪৫তম ওভারে। মাঝের সময়টাতে নিউজিল্যান্ডের বোলারদের নাভিশ্বাস তুলে খেলেছেন ১৮২ রানের ইনিংস। অসাধারণ সেই ব্যাটিং প্রদর্শনীতে ছিল ১৫ চার এবং ৯ ছয়ের মার।

ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে স্টোকসের ১৮২ রানই এখন এক ম্যাচে সর্বোচ্চ। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়া জেসন রয়ের ১৮০ রানের রেকর্ড ভেঙেছেন ইংলিশদের টেস্ট অধিনায়ক। এক ম্যাচে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে অ্যালেক্স হেলস। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭১ রান করেছিলেন তিনি।

শেষদিকে তেমন রান তুলতে পারেনি ইংল্যান্ড। একসময় ৪০০ রান করে ফেলার সম্ভাবনা তৈরি হলেও শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে ৩৬৮ রানেই গুটিয়ে যায় বাটলাররা। শেষ ৩২ রানে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

বোলিংয়ের শেষদিকে কিছুটা খেলায় ফিরলেও ব্যাটিংয়ে সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি নিউজিল্যান্ড। ৩৬৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ রানেই ৪ উইকেট হারায় তারা। দলীয় ৭০ রানের মাথায় ফেরেন আরেক নির্ভরযোগ্য ব্যাটার ডেরিল মিচেল।

এরপর হারটা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় কিউইদের জন্য। ২২ বলে ২৮ রান করে মইন আলীর বলে বোল্ড হন রবীন্দ্র। একাই লড়াই চালিয়ে যাওয়া গ্লেন ফিলিপস ৭৬ বলে ৭২ রান করে লিভিংস্টোনের বলে আউট হন।

ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন লিভিংস্টোন এবং ক্রিস ওকস। দুই উইকেট পেয়েছেন রিস টপলি। একটি করে উইকেট পেয়েছেন স্যাম কারেন এবং মইন আলী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্টোকসের রেকর্ডগড়া ইনিংসে নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড

আপডেটের সময় ০৬:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তনের তৃতীয় ইনিংসে রেকর্ড গড়লেন স্টোকস। ১২৪ বলে ১৮২ রানের রেকর্ডগড়া সেই ইনিংসে ১৮১ রানের বিশাল ব্যবধানে জিতেছে ইংলিশরা। তাতে চার ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ওভালে সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ৩৬৮ রানের সংগ্রহ দাড় করায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৮৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি জো রুটও। দলীয় ১৩ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপরই শুরু হয় স্টোকসের জাদু।

তৃতীয় উইকেটে ডেভিড মালানকে নিয়ে ১৯৯ রানের জুটি গড়েন স্টোকস। ১৬৫ বলের সেই জুটিতে কিউই বোলারদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছে এই দুই ইংলিশ ব্যাটার। ৯৫ বলে ৯৬ রান করে গ্লেন ফিলিপসের বলে ফেরেন মালান। পার্টনারকে হারিয়ে আরও বিধ্বংসী হয়ে ওঠেন স্টোকস। ৪৬ বলে ৭৮ রানের জুটি গড়েন বাটলারকে নিয়ে। এরপর নিয়মিত বিরতিতে কিছু উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তবে একপ্রান্তে ভালোভাবেই লড়াই করেছেন স্টোকস। তৃতীয় ওভারে ব্যাট করতে নেমে আউট হয়েছেন ৪৫তম ওভারে। মাঝের সময়টাতে নিউজিল্যান্ডের বোলারদের নাভিশ্বাস তুলে খেলেছেন ১৮২ রানের ইনিংস। অসাধারণ সেই ব্যাটিং প্রদর্শনীতে ছিল ১৫ চার এবং ৯ ছয়ের মার।

ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে স্টোকসের ১৮২ রানই এখন এক ম্যাচে সর্বোচ্চ। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়া জেসন রয়ের ১৮০ রানের রেকর্ড ভেঙেছেন ইংলিশদের টেস্ট অধিনায়ক। এক ম্যাচে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে অ্যালেক্স হেলস। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭১ রান করেছিলেন তিনি।

শেষদিকে তেমন রান তুলতে পারেনি ইংল্যান্ড। একসময় ৪০০ রান করে ফেলার সম্ভাবনা তৈরি হলেও শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে ৩৬৮ রানেই গুটিয়ে যায় বাটলাররা। শেষ ৩২ রানে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

বোলিংয়ের শেষদিকে কিছুটা খেলায় ফিরলেও ব্যাটিংয়ে সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি নিউজিল্যান্ড। ৩৬৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ রানেই ৪ উইকেট হারায় তারা। দলীয় ৭০ রানের মাথায় ফেরেন আরেক নির্ভরযোগ্য ব্যাটার ডেরিল মিচেল।

এরপর হারটা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় কিউইদের জন্য। ২২ বলে ২৮ রান করে মইন আলীর বলে বোল্ড হন রবীন্দ্র। একাই লড়াই চালিয়ে যাওয়া গ্লেন ফিলিপস ৭৬ বলে ৭২ রান করে লিভিংস্টোনের বলে আউট হন।

ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন লিভিংস্টোন এবং ক্রিস ওকস। দুই উইকেট পেয়েছেন রিস টপলি। একটি করে উইকেট পেয়েছেন স্যাম কারেন এবং মইন আলী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল