ভিয়েনা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ১৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান করে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর গত কয়েক দিন ধরে আলোচনায় বিশ্বকাপ এবং এশিয়া কাপের অধিনায়কত্বের বিষয়টি। আলোচনায় ছিলেন সাকিব, লিটন এবং মেহদী হাসান মিরাজ। তবে শেষমেশ সাকিবের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাকেই অধিনায়ক ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার (১১ আগস্ট) সাকিবকে অধিনায়ক করার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া ও বিশ্বকাপের জন্য অধিনায়ক সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজেও অধিনায়কত্ব করবেন তিনি। ও আসলে আমরা সিদ্ধান্ত নেব, তিন ফরম্যাটে অধিনায়ক থাকতে পারবে কিনা। গতকাল সাকিবের সঙ্গে কথা হয়েছে।’  তিনি আরও বলেন, ‘সাকিবকে নিয়ে কোনো সিদ্ধান্তহীনতা ছিল না। তিন ফরম্যাটে অধিনায়কত্ব কঠিন হতে পারে সাকিবের জন্য। তবে সে যদি পারে তাতে বিসিবির সমস্যা নেই।

শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল দেয়ার কথাও জানান তিনি। এসময় তিনি বলেন, তামিম বিশ্বকাপে খেলবে কিনা সেটি তিনি নিম।চিত নন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এশিয়া ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

আপডেটের সময় ০৭:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান করে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর গত কয়েক দিন ধরে আলোচনায় বিশ্বকাপ এবং এশিয়া কাপের অধিনায়কত্বের বিষয়টি। আলোচনায় ছিলেন সাকিব, লিটন এবং মেহদী হাসান মিরাজ। তবে শেষমেশ সাকিবের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাকেই অধিনায়ক ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার (১১ আগস্ট) সাকিবকে অধিনায়ক করার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া ও বিশ্বকাপের জন্য অধিনায়ক সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজেও অধিনায়কত্ব করবেন তিনি। ও আসলে আমরা সিদ্ধান্ত নেব, তিন ফরম্যাটে অধিনায়ক থাকতে পারবে কিনা। গতকাল সাকিবের সঙ্গে কথা হয়েছে।’  তিনি আরও বলেন, ‘সাকিবকে নিয়ে কোনো সিদ্ধান্তহীনতা ছিল না। তিন ফরম্যাটে অধিনায়কত্ব কঠিন হতে পারে সাকিবের জন্য। তবে সে যদি পারে তাতে বিসিবির সমস্যা নেই।

শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল দেয়ার কথাও জানান তিনি। এসময় তিনি বলেন, তামিম বিশ্বকাপে খেলবে কিনা সেটি তিনি নিম।চিত নন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল