ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ৫ শ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা (৩২) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ আগষ্ট) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা ৯ নং ওয়ার্ডের সিকদার বাড়ীর সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত মো.মাসুদ রানা বোরহানউদ্দিন উপজেলার, কাচিয়া ইউনিয়নের, ৮নং ওয়ার্ডের, চকঢোষ গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সংগীয় ফোর্স নিয়ে মো. মাসুদ রানা নামের এক ব্যাক্তিকে ৫ শ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ভোলার বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মনজুর রহমান/ইবিটাইমস