পিরোজপুরের ২টি আসনের সীমানা নির্ধারন নিয়ে হাইকোর্টের রুল

পিরোজুপর প্রতিনিধি: পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) ও পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) এ দুটি আসনের নতুন সীমানা নির্ধারনের প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (৩০ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মাদ মাহবুব উল ইসলাম সমন্বয় গঠিত হাইকোর্টের বে ওই রুল জারি করেন।

জানা গেছে, এর আগে পিরোজপুর-১ আসনটি নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ এ তিন উপজেলা এবং পিরোজপুর-২ আসনটি ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ এ তিন উপজেলা নিয়ে ছিলো। কিন্তু গত ৩ জুন নির্বাচন কমিশন নেছারাবাদ উপজেলাকে পিরোজপুর-১ আসন থেকে বাদ দিয়ে পিরোজপুর-২ আসনের সাথে যোগ করেন এবং একই সাথে পিরোজপুর-২ এর সাথে থাকা ইন্দুরকানী উপজেলাকে পিরোজপুর-১ আসনের সাথে যোগ করেন । এতে নতুন সীমানা হিসাবে নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী এ তিন উপজেলা নিয়ে পিরোজপুর-১ এবং নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া এ তিন উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসনের নতুন সীমানা নির্ধারন হয়।

ওই দুই আসনের নতুন সীমানা পুননির্ধারনের বৈধতা চ্যালেঞ্জ করে কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানী ও নেছারাবাদের বাসিন্দারা পৃথকভাবে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন। ওই রিটের ভিত্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৯ আগস্ট ওই রুলের ওপর শুনানি গ্রহন করা হবে বলে আদালতে রিটের পক্ষে শুনানি করা হাইকোর্টের জেষ্ঠ্য আইনজীবী এম কে রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ছিলেন কামাল হোসেন মিয়াজী।

উল্লেখ্য, পিরোজপুর-১ আসনের বর্তমান এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ও পিরোজপুর-২ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু। নেছারাবাদ উপজেলার একাধীন ব্যাক্তি জানান, স্বাধীনতার পর থেকে নেছারাবাদ উপজেলাটি উন্নয়ন থেকে বি ত ছিলো। গত সাড়ে ৪ বছরে পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম উপজেলাটির ব্যাপক উন্নয়ন করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »