বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ভুটানের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আন্তর্জাতিক ডেস্কঃ বিবিসি,ভয়েস অফ আমেরিকা সহ দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রাণী জেটসুন পেমা শনিবার (৬ মে) যুক্তরাজ্যের ক্লারিজ হোটেলে দেখা করতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহবান জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান যে বৈঠকের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। আপনি আমাদের দেশে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে পারেন, যা ভুটান অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত হবে।’
ড. মোমেন জানান, শেখ হাসিনা ভুটানের রাজা-কে অবহিত করেন যে বাংলাদেশ ইতোমধ্যে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক অঞ্চল দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আপনি চাইলে কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল গড়তে পারেন।”
ভুটানের রাজা পরিবেশের ক্ষতি না করে তার দেশে একটি প্রশাসনিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চান বলে শেখ হাসিনা এই প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ রেলপথ সহ সব ক্ষেত্রে প্রতিবেশিদের সঙ্গে যোগাযোগ উন্নয়ন করছে। বাংলাদেশ একটি কানেক্টিভিটি হাব। ভুটান বাংলাদেশের দুটি বন্দর এবং সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারে।”
আব্দুল মোমেন জানান, ভুটানের রাজপরিবার শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছে। রাজা তার দেশের সরাসরি ট্রানজিট গুলোর মধ্যে একটি বাংলাদেশের ভেতর দিয়ে, আরেকটি ভারতের ভেতর দিয়ে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ভুটানের আগ্রহকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “প্রয়োজন হলে আমরা এ বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবো।”
ভুটানের রাজা বলেন, তার দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিশেষ ভাবে সম্পৃক্ত, কারণ তারা দুজনেই বাংলাদেশে পড়াশোনা করেছেন। তিনি বলেন, “ভুটানের দুই নেতা ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফর করতে চান।” স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে।”
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন ছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর