বর্নাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে ভেনিসে আয়েবাপিসির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইউরোপ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে জলকন্যা খ্যাত ইতালির ভেনিসে অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ এপ্রিল ২০২৩ ইং শনিবার স্থানীয় সময় বিকালে মারগেরা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত এবং স্থানীয় বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দিন।

অনুষ্ঠান ৩ টি পর্বে বিভক্তি ছিল। ১ম পর্বে আলোচনা, ২য় পর্বে সম্মাননা প্রদান এবং ৩য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ইতালির জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আয়েবাপিসির সাধারণ সম্পাদক এস কে এমডি জাকির হোসেন সুমন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আয়েবাপিসির উপদেষ্টা সৈয়দ কামরুল সারওয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন আক্তার কাকন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীলতার সাথে কাজ করাই সাংবাদিককের স্বাধীনতা। প্রবাসী সাংবাদিকরা দেশ ও প্রবাসের একটি যোগসূত্র স্থাপন করেছেন। সঠিক তথ্যের পেছনে ছুটছেন। প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ বেদনার কথা বলছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির কথাও বলছেন। দেশের উন্নয়নে স্বাধীনতার পক্ষে সকলের সহযোগিতায় সাংবাদিকদের ক্ষুরধার লেখণীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আয়েবাপিসির ঈদ পুনর্মিলনী,সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যায় সন্মানিত ব্যাক্তিরা হলেন যথাক্রমে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মাহবুবুর রহমান, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ডয়েসে ভেলে`র (DW) বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন, সাংবাদিকতায় অবদানের জন্য পলাশ রহমান।

স্থাপত্য কলাকৌশলে আফরিন রিতু , চিকিৎসা শাস্ত্রে ডাক্তার রাসেল মিয়া, শিক্ষায় বিশেষ অবদানের জন্য ভেনিস বাংলা স্কুল, শ্রেষ্ঠ সংগঠক মনিরুজ্জামান মনির, স্থানীয় রাজনীতিতে বিশেষ অবদানের জন্য ওয়ার্ড কমিশনার আফাই আলী।

আরও সন্মানিত হয়েছেন স্থানীয় চলচ্চিত্র নির্মাতা কাজী টিপু, গ্রাফিক্স ডিজাইনে বিশেষ অবদানের জন্য আমিনুল হাজারি, বাণিজ্যে বিশেষ অবদানের জন্য যথাক্রমে এমডি ফরিদুল ইসলাম আনিচ, সোলেমান হোসেন ও আবুল কালাম আজাদ, আয়েবাপিসির জন্য বিশেষ অবদানের জন্য সভাপতি হাবিবুর রহমান হেলাল এবং সাধারণ সম্পাদক এস কে এমডি জাকির হোসেন সুমন।

শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় করেন সোহালা আক্তার বিপ্লবী, এতে স্থানীয় শিল্পীবৃন্দ অংশ গ্রহন করেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »