জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে টোকিওতে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টায় টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শেখ হাসিনা এখন জাপানে চার দিনের সরকারি সফরে রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার টোকিও পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৫ এপ্রিল ২০২৩) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার ইয়ামাদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তার সম্মানে দেয়া আনুষ্ঠানিক গার্ড অব অনার গ্রহণ করেন।
পরে তিনি স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে শীর্ষ বৈঠক করেন। শীর্ষ বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য চুক্তি ও সহযোগিতা স্মারক (এমওসি) বিনিময় প্রত্যক্ষ করেন।
কবির আহমেদ/ইবিটাইমস