পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ধর্ম মন্ত্রনালয়ের সচিব পরিচয়ে মন্দিরে অনুদান দেয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে এক স্কুল শিক্ষকের ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় মঙ্গলবার (২৮মার্চ) বিকালে ভুক্তভোগী শিক্ষক কল্যান দাশ নাজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন। তিনি ওই উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডেপুটেশনে কম্পিউটার বিভাগে কাজ করেন।
ভুক্তভোগী ওই শিক্ষক জানান, সোমবার(২৭মার্চ) বিকালে উপজেলার শাঁখারীকাঠী এলাকার সম্পর্কে তার কাকা সাবেক উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি তাকে ফোন দিয়ে জানান ধর্ম মন্ত্রনালয় থেকে তাদের মন্দিরের অনুদান হিসাবে ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। আর এমন টাকা পাওয়ার জন্য ধর্ম মন্ত্রলায় থেকে সচিব পরিচয়ে তাকে এক ব্যক্তি ফোন দিয়েছেন। সচিব পরিচয়ের ব্যক্তিটি কাকার কাছে বরাদ্দের টাকা পাঠানোর জন্য একটি ব্যবহৃত ক্রেডিট কার্ড নাম্বার চান। এ তথ্য জানিয়ে কাকা ভুয়া সচিবের ফোন নাম্বারটি দেন। প্রতারক চক্রের সদস্য ভুয়া সচিবকে ফোন দিলে তিনি পৃথক তিনটি (০১৬১৮২৬৪৭০৫, ০১৯৯৩০৪২১৩৮, ০১৯৬৩৩১৮২২০) মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ডের নাম্বার চান ও কিছু প্রশ্ন করেন। আমি ওই প্রশ্নের উত্তর দেয়ার পর আমার দেওয়া পৃথক ৩টি ব্যাংক একাউন্ট থেকে মোট ৭৫ হাজার টাকা নিয়ে যান ।
বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তিও ঘটনার একই বর্ননা দেন।
থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস