ভিয়েনা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় জোরদার হচ্ছে মুসলিমদের সুবিধা বাড়ানোর দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ১৯ সময় দেখুন

কবির আহমেদ, ভিয়েনা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পবিত্র রমজান মাসে সাজসজ্জা করার দাবি জানিয়েছে তুরস্ক ভিত্তিক ইসলামি সংগঠন SÖZ । ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা Express.at জানায় বর্তমানে অস্ট্রিয়ায় প্রায় ৭,৪৬,০০০ মুসলমান ধর্মাবলম্বী মানুষের বসবাস। এর মধ্যে রাজধানী ভিয়েনায় বসবাসকারী মুসলমানের সংখ্যা প্রায় ২,০০,০০০।

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের (ফেভারিটেন) SÖZ (সোশ্যাল অ্যান্ড ইকোলজিক্যাল পার্টি) ক্লাবের চেয়ারম্যান হাকান গুরডু (Hakan Gördü) অনলাইন পোর্টাল Express.at এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, পবিত্র রমজান মাসে ভিয়েনা শহরের বৈচিত্র্য বাড়াতে ১০ নাম্বার ডিস্ট্রিক্ট উৎসবের রঙে সাজাতে চান।

অনলাইন পোর্টালটি আরও জানায়, ২০০১সালে শেষ সরকারি সমীক্ষার পর থেকে অস্ট্রিয়ায় মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর বড় কারন অভিবাসন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় জোরদার হচ্ছে মুসলিমদের সুবিধা বাড়ানোর দাবি

আপডেটের সময় ০৩:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

কবির আহমেদ, ভিয়েনা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পবিত্র রমজান মাসে সাজসজ্জা করার দাবি জানিয়েছে তুরস্ক ভিত্তিক ইসলামি সংগঠন SÖZ । ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা Express.at জানায় বর্তমানে অস্ট্রিয়ায় প্রায় ৭,৪৬,০০০ মুসলমান ধর্মাবলম্বী মানুষের বসবাস। এর মধ্যে রাজধানী ভিয়েনায় বসবাসকারী মুসলমানের সংখ্যা প্রায় ২,০০,০০০।

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের (ফেভারিটেন) SÖZ (সোশ্যাল অ্যান্ড ইকোলজিক্যাল পার্টি) ক্লাবের চেয়ারম্যান হাকান গুরডু (Hakan Gördü) অনলাইন পোর্টাল Express.at এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, পবিত্র রমজান মাসে ভিয়েনা শহরের বৈচিত্র্য বাড়াতে ১০ নাম্বার ডিস্ট্রিক্ট উৎসবের রঙে সাজাতে চান।

অনলাইন পোর্টালটি আরও জানায়, ২০০১সালে শেষ সরকারি সমীক্ষার পর থেকে অস্ট্রিয়ায় মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর বড় কারন অভিবাসন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস