বৈঠকে পবিত্র রমজান মাসে কমিউনিটির মসজিদ সমূহে স্বল্প পরিসরে ইফতার আয়োজনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে
ইউরোপ ডেস্কঃ শনিবার (৪ ফেব্রুয়ারি) ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেনদের সংগঠন বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এক বৈঠক সম্পন্ন করেছেন। সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাহ্ কামাল।
বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ কামাল সংগঠনটির দশ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী গ্রীষ্মে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বড় পরিসরে একটি অনুষ্ঠান করার প্রস্তাব রাখলে, তা কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সর্ব সম্মিতিতে গৃহীত হয়। তবে অনুষ্ঠানের তারিখ হল বুকিং পাওয়া সাপেক্ষে পরে জানানো হবে।
বৈঠকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরও বক্তব্য রাখেন সহ সভাপতি সাইফুল ইসলাম জসিম, সহ সভাপতি নুরুল আলম ইকরাম,সহ সাধারন সম্পাদক কবির আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান এবং সন্মানিত সদস্য মনসুর আহমেদ।
এখানে উল্লেখ্য যে, গত ২৬ ডিসেম্বর ভিয়েনার ১২ নাম্বার ডিস্ট্রিক্টের একটি রেস্টুরেন্টে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির সকল সদস্যের বয়স চল্লিশের ওপরে।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর