ভিয়েনা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অভিবাসন প্রত্যাশী ১২ হাজারের সাক্ষাৎকার না নেওয়ার ঘোষণা ইউকে`র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৯ সময় দেখুন

আশ্রয় আবেদনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে ১২ হাজার আশ্রয়প্রার্থীর সাক্ষাৎকার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার

ইউরোপ ডেস্কঃ ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বিভিন্ন ভাষায় প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পত্রিকাটি জানায় আশ্রয়প্রার্থীদের সাক্ষাৎকারের পরিবর্তে তথ্য চেয়ে একটি প্রশ্নপত্র প্রদান করা হবে, যেখানে আশ্রয়প্রার্থী তার বিস্তারিত বিবরণ পেশ করবেন৷ সেই তথ্যের উপর ভিত্তি করে আশ্রয়ের আবেদনের পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে ৷

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রনালয় বৃহস্পতিবার এই তথ্য জানায় বলে ইনফোমাইগ্র্যান্টসের প্রতিবেদনে বলা হয়েছে। বৃটিশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আশ্রয়প্রার্থীদেরকে অবশ্যই নিরাপত্তার বিষয়ে যাচাই-বাছাই করা হবে৷ আর যে সকল আশ্রয়প্রার্থী প্রশ্নপত্রের উত্তর প্রদান করতে পারবে না তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে ৷

মন্ত্রণালয়েরে এক মুখপাত্র বলেন, ‘‘আমরা আবেদন প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাই যেন আবেদনকারীদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে না হয়, যে সময়ে জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়৷ তাছাড়া এর লক্ষ্য হলো, যাদের এ দেশে থাকার আইনি যৌক্তিকতা নেই, তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো ৷’’

সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষ পর্যন্ত আশ্রয়ের জন্য যুক্তরাজ্যে মোট ১ লাখ ৬০ হাজার ৯১৯ জন অভিবাসনপ্রত্যাশী আবেদন করেছেন৷ আবেদেনের এই সংখ্যা গত তিন বছর আগের অর্থাৎ, ২০১৯ সালের তুলনায় তিনগুণ বেশি ৷

এই পরিস্থিতিতে সরকার আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে এমন সিদ্ধান্ত নেয়৷ সরকারের পক্ষ থেকে বলা হয়, সিরিয়া, ইরিত্রিয়া, ইয়েমেন, লিবিয়া এবং আফগানিস্তান থেকে আসা আশ্রয়প্রার্থীদের বেলায় নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিশালসংখ্যক আবেদেনের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হয়েছে ৷

এদিকে বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নপত্রে মোট ৫০টি প্রশ্ন থাকবে এবং আশ্রয়প্রার্থীকে ২০ কর্মদিবসের মধ্যে এর উত্তর জমা দিতে হবে৷ প্রশ্নপত্রের ভাষা হবে ইংরেজি৷ তবে শরণার্থীদের নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোর আশঙ্কা, যুদ্ধ ও নিপীড়ণ থেকে পালিয়ে আসা আশ্রয়প্রার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা তত ভালো না-ও হতে পারে ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অভিবাসন প্রত্যাশী ১২ হাজারের সাক্ষাৎকার না নেওয়ার ঘোষণা ইউকে`র

আপডেটের সময় ০৫:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

আশ্রয় আবেদনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে ১২ হাজার আশ্রয়প্রার্থীর সাক্ষাৎকার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার

ইউরোপ ডেস্কঃ ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বিভিন্ন ভাষায় প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পত্রিকাটি জানায় আশ্রয়প্রার্থীদের সাক্ষাৎকারের পরিবর্তে তথ্য চেয়ে একটি প্রশ্নপত্র প্রদান করা হবে, যেখানে আশ্রয়প্রার্থী তার বিস্তারিত বিবরণ পেশ করবেন৷ সেই তথ্যের উপর ভিত্তি করে আশ্রয়ের আবেদনের পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে ৷

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রনালয় বৃহস্পতিবার এই তথ্য জানায় বলে ইনফোমাইগ্র্যান্টসের প্রতিবেদনে বলা হয়েছে। বৃটিশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আশ্রয়প্রার্থীদেরকে অবশ্যই নিরাপত্তার বিষয়ে যাচাই-বাছাই করা হবে৷ আর যে সকল আশ্রয়প্রার্থী প্রশ্নপত্রের উত্তর প্রদান করতে পারবে না তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে ৷

মন্ত্রণালয়েরে এক মুখপাত্র বলেন, ‘‘আমরা আবেদন প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাই যেন আবেদনকারীদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে না হয়, যে সময়ে জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়৷ তাছাড়া এর লক্ষ্য হলো, যাদের এ দেশে থাকার আইনি যৌক্তিকতা নেই, তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো ৷’’

সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষ পর্যন্ত আশ্রয়ের জন্য যুক্তরাজ্যে মোট ১ লাখ ৬০ হাজার ৯১৯ জন অভিবাসনপ্রত্যাশী আবেদন করেছেন৷ আবেদেনের এই সংখ্যা গত তিন বছর আগের অর্থাৎ, ২০১৯ সালের তুলনায় তিনগুণ বেশি ৷

এই পরিস্থিতিতে সরকার আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে এমন সিদ্ধান্ত নেয়৷ সরকারের পক্ষ থেকে বলা হয়, সিরিয়া, ইরিত্রিয়া, ইয়েমেন, লিবিয়া এবং আফগানিস্তান থেকে আসা আশ্রয়প্রার্থীদের বেলায় নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিশালসংখ্যক আবেদেনের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হয়েছে ৷

এদিকে বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নপত্রে মোট ৫০টি প্রশ্ন থাকবে এবং আশ্রয়প্রার্থীকে ২০ কর্মদিবসের মধ্যে এর উত্তর জমা দিতে হবে৷ প্রশ্নপত্রের ভাষা হবে ইংরেজি৷ তবে শরণার্থীদের নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোর আশঙ্কা, যুদ্ধ ও নিপীড়ণ থেকে পালিয়ে আসা আশ্রয়প্রার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা তত ভালো না-ও হতে পারে ৷

কবির আহমেদ/ইবিটাইমস