মস্কোয় নিযুক্ত বাংলাদেশি দূতকে রাশিয়ার তলব

ইবিটাইমস ডেস্ক: রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো। রাশিয়ার জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করতে না দেওয়ায় মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের জন্য কার্গো বহনকারী রুশ জাহাজগুলোকে তাদের বন্দরে ভিড়তে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়ে আমরা দেশটির কূটনৈতিক মিশনের প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছি। তাদের এই পদক্ষেপটি ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বৈশিষ্টের বিপরীত, যা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গত সপ্তাহে বাংলাদেশে থাকা রাশিয়ার দূতাবাস তাসকে জানায়, ৬৯টি রুশ জাহাজকে বন্দরে ভিড়তে বাধা দেওয়া হয়েছে। তবে দূতাবাসের তথ্যমতে, এই পদক্ষেপের অর্থ এই নয় যে, বাংলাদেশ রাশিয়ার পণ্য আমদানি নিষিদ্ধ করেছে।

পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিতে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। ২০২৪ সালে বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার কথা রয়েছে। তবে, পশ্চিমা নিষেধাজ্ঞায় পারমাণবিক কেন্দ্রটির অনেক যন্ত্রাংশ বাংলাদেশে পৌঁছাচ্ছে না। এর মূলে রয়েছে রুশ পতাকাবাহী জাহাজ। যন্ত্রাংশ নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজে পাঠাতে মস্কোকে অনুরোধ করেছে বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »