ঢাকা প্রতিনিধিঃ দেশের ৯৯% মানুষ আওয়ামী লীগ সরকারকে বিদায় জানাতে চায় দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না। অধিকার আদায়ের লড়াইয়ে মধ্যবিত্ত ও পেশাজীবীদের নেতৃত্ব দেয়ার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত সভায় বিএনপি মহাসচিব বলেন, জনগণের ন্যূনতম অধিকারও কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করে ক্ষমতায় থাকার তোড়জোড় শুরু করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির জন্য নয়, পরিবর্তন জনগণের জন্য চাওয়া হচ্ছে।
আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক দল নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭১ পরবর্তী আওয়ামী লীগ বাকশাল কায়েমের মাধ্যমে বিরোধী মত ও আন্দোলনকে যেভাবে দমন করেছে, বর্তমানে খোলস পাল্টে ক্ষমতায় থাকতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।
বিএনপি’র পদযাত্রা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের সমালোচনাও করেন মির্জা ফখরুল।
ঢাকা/ইবিটাইমস/এসআর