ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে মনির হোসেন (৪২) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজের পিছনে রেল লাইনে এ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত মনির হোসেন মহেশপুর উপজেলার পাথরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনের মাষ্টার মইনুল হোসেন জানান, সকালে কোটচাঁদপুর উপজেলা শহরের কলেজপাড়া রেল লাইনের সামনে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন। পরে তারা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানালে তারা নিহতের পকেট থেকে পরিচয়পত্র দেখে মনির হোসেন শনাক্ত করে। তবে কোন ট্রেনে কাটা পড়ে বা কিভাবে তিনি নিহত হয়েছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে কিভাবে এ ঘটনা ঘটেছে।
শেখ ইমন/ইবিটাইমস