ভিয়েনা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • ২০ সময় দেখুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নাইম (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের চরনলুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ১৮ নং চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং সে ওই এলাকার মো.শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার সকাল ১০ দিকে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল নাঈম। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিকশায় তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে নাঈম মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশাটি আটক করে। তবে অটোরিকশা চালক পালিয়ে গেছে।

১৮ নং চরকলমি কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন আখন বলেন, স্কুল খোলা টাইমে রাস্তা দিয়ে নাঈম স্কুলে আসছিল। রাস্তা পারাপার হতে গিয়ে নাঈম দুর্ঘটনার শিকার হয়।

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জামাল মোল্লা/ইবিটাইমস 

 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

আপডেটের সময় ০৬:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নাইম (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের চরনলুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ১৮ নং চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং সে ওই এলাকার মো.শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার সকাল ১০ দিকে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল নাঈম। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিকশায় তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে নাঈম মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশাটি আটক করে। তবে অটোরিকশা চালক পালিয়ে গেছে।

১৮ নং চরকলমি কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন আখন বলেন, স্কুল খোলা টাইমে রাস্তা দিয়ে নাঈম স্কুলে আসছিল। রাস্তা পারাপার হতে গিয়ে নাঈম দুর্ঘটনার শিকার হয়।

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জামাল মোল্লা/ইবিটাইমস