ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ অবসানে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। যদিও কিয়েভ ও তার পশ্চিমা মদদদাতারা সেই প্রস্তাব নাকচ করেছে। রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া এ সাক্ষাৎকারে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ সংঘাত এটি। আর ১৯৬২ সালে কিউবান মিসাইল সংকটের পর মস্কো ও পশ্চিমা মহলের সর্ববৃহৎ দ্বন্দ্ব এ ইস্যু।

ক্রেমলিন বলছে, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। আর কিয়েভ বলছে, ইউক্রেনীয় সব অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না। পরিপ্রেক্ষিতে পুতিন বলেন, গ্রহণযোগ্য সমাধানে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে সমঝোতা করতে আমরা প্রস্তুত। তবে এটা সম্পূর্ণটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা সমঝোতায় করতে চাচ্ছি। কিন্তু তারা চাচ্ছে না। তিনি বলেন, আমরা জাতীয় স্বার্থ রক্ষায় লড়ছি। রুশ জনগণের সুরক্ষায় লড়াই করছি। নাগরিকদের রক্ষায় এছাড়া আমাদের কোনো উপায় নেই।

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেটা ধ্বংস করার ঘোষণা দিয়েছেন পুতিন। তিনি শতভাগ আত্মবিশ্বাসী, তার সেনারা পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারবে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »