ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে মেঘনা নদী বিভিন্ন পয়েন্ট থেকে ৫কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ অবৈধ কারেন্ট জালের পরিমান ১৫ লক্ষ মিটার।
মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে মঙ্গলবার(১ নভেম্বর) সকালে মেঘনা নদী পাড়ে এ জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
এর আগে সোমবার(৩১অক্টোবর) উপজেলার পাঁচ কপাট,আট কপাট,খেজুর গাছিয়া,সামরাজ,বয়ার চর,চর হাসিনা,ঢালচর,চর পাতিলা এলাকার মেঘনা নদী থেকে এ সকল অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।এ বিষয় নিশ্চিত করেছেন ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে.এম. শাফিউল কিঞ্জল।
তিনি জানান,মেঘনা নদীতে রুটিন ঢল পরিচালনার সময় চরফ্যাশন উপজেলার কয়েকটি পয়েন্ট থেকে এ সকল অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।পরে উপজেলার মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস