ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্য তথা ব্রিটেনের বন্দরনগরী ডোভারে একটি অভিবাসন কেন্দ্রে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। ডোভারে বর্ডার ফোর্সের নতুন ইমিগ্রেশন সেন্টারে এ ঘটনা ঘটেছে। হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে এক ব্যক্তি একটি সাদা এসইউভি চালিয়ে ডোভার ইমিগ্রেশন বর্ডার ফোর্স সেন্টারের সামনে আসে এবং পেট্রোল বোমা ছোড়ে।
সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিওতে ডোভারের অভিবাসী প্রক্রিয়াকরণ কেন্দ্র ও কাছাকাছি একটি পেট্রোল স্টেশনে আগুন জ্বলতে দেখা যায়। শনিবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রায় হাজারখানেক অভিবাসী ওই কেন্দ্রে পৌঁছার পর একদিনের মাথায় এ হামলা ঘটল।
ঘটনাস্থলে থাকা এক ফটোগ্রাফার জানান, ওই ব্যক্তির পরনে ছিল ডোরাকাটা জামা। গাড়ি থেকে নেমে ওই ব্যক্তি ইমিগ্রেশন সেন্টারের দিকে তিনটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে, যার মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়নি।
সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে শনিবার ডোভারের কেন্দ্রটিতে প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষমাণ বিপুল সংখ্যক অভিবাসীকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সরকারি হিসাবে ওইদিন ডোভার কেন্দ্রে পৌঁছে ৯৯০ জন অভিবাসী।
ফ্রান্স থেকে সংকটময় পথ পাড়ি দিয়ে চলতি বছর প্রায় ৪০ হাজার অভিবাসী ব্রিটেনে পৌঁছেছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ