চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গৃহহারা প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ছাদসহ পাকাঘর দেয়া হবে। এছাড়া ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির হাত থেকে চরা লের মানুষ ও গবাদি পশুর সুরক্ষার জন্য আরো আশ্রয়কেন্দ্র ও মাটির কিল্লা নির্মাণ করা হবে।
গতকাল শুক্রবার মনপুরা ও চরফ্যাসনের কুকরী-মুকরীতে সিত্রাং ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ উপলক্ষে সভায় তিনি এসব কথা বলেছেন। এসময় প্রতিমন্ত্রী মনপুরার হাটিরহাট ইউনিয়নের চরজ্ঞান বেড়িবাধ এবং চরফ্যাসনের কুকরী ও চর পাতিলায় ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন। ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসময়ে তাঁর সাথে ছিলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিটি দুর্যোগের সময় দেখতে পাই আশ্রয় কেন্দ্র প্রয়োজনের তুলনায় কম। যার ফলে অনেক স্থাপনাকে আশ্রয় কেন্দ্রের আওতায় আনতে হয়। দেশের উপকূলীয় এলাকায় ৪২৩টি আশ্রয় কেন্দ্র ও সাড়ে ৫শ’ মুজিব কিল্লা নির্মাণ কাজ চলমান আছে। ২২০টি সাইক্লোণ শেল্টার নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আরও একহাজার সাইক্লোণ শেল্টার করার জন্য সরকার প্রকল্প গ্রহণ করেছে।
এসময়ে চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাসন পৌর সভার মেয়র মোঃ মোরশেদ. পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, মনপুরা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অলিউল্লাহ কাজল, ঢাল চর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস