হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে নিখোজের এক দিনপর কুরবান আলী (৭৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গেপ্রেরন করা হয়। মৃত কুরবান আলী উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত রিয়াদ আলীর পুত্র।
চুনারুঘাট থানার (ওসি) মোঃ আলী আশরাফ জানান, সকালে কুরবান আলী নামে ওই ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ওসি বলেন, বৃহস্পতিবার রাতে পুকুর থেকে পানি আনতে গিয়ে ডুবে যায় ওই ব্যক্তি। পরে রাতে খোজাখুজি করেও তাকে পাওয়া জায়নি। সকালে তার মরদেহ ভাসতে থাকে। পরে মরদেহ উদ্ধার করা হয়।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস