সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা সালেহ আহমাদ তাকরীম রাতে দেশে ফিরেছেন
বাংলাদেশ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাাত রাত দুইটার কিছুক্ষণ পূর্বে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দর গেটে তাকে শুভেচ্ছা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর তাকে খুব শীঘ্রই বড় পরিসরে সংবর্ধনা দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।
বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম জানায়, মক্কার পবিত্র মসজিদুল হারামে বুধবার রাতে ঘোষণা করা হয় সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম। যেখানে ১১১টি দেশের দেড় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের সালেহ আহমাদ তাকরীম। সেখানে তার হাতে তুলে দেয়া হয় এক লাখ রিয়াল মূল্যমানের পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় অন্তত প্রায় সাড়ে ২৭ লাখ টাকা।
বাংলাদেশের জনপ্রিয় সম্প্রচার কেন্দ্র যমুনা টেলিভিশন জানায়,টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এই কৃতি সন্তানকে শুভেচ্ছা জানাতে রাতেই বিমানবন্দরে উপস্থিত হন অসংখ্য মানুষ। তার এই অর্জন দেশের জন্য বড় সম্মান বলে মন্তব্য করেন তাদের অনেকেই। সালেহ আহমেদ তাকরীমের বাবা আবদুর রহমান জানান, ছোটবেলা থেকে পড়াশোনায় প্রচণ্ড মনযোগী ছিল তাকরীম। ছেলের জন্য দেশবাসীর জন্য দোয়া চান তিনি।
রাত ৩টার দিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসে তাকরিম। এসময় শুভেচ্ছা আর শ্লোগানে মুখরিত হয় চারপাশ। খুব শিগগিরই বড় পরিসরে সংবর্ধনা আয়োজনের কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে গত মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন সালেহ আহমাদ তাকরিম।
এক নজরে সালেহ আহমাদ তাকরীমের জীবনীঃ সালেহ আহমদ তাকরীম ৩১ ডিসেম্বর ২০০৮ সালে টাঙ্গাইলের নাগরপুর থানাধীন ভাদ্রা গ্রামের এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী।
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা,
• ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন (ইরান, মার্চ ২০২২)
• আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন (লিবিয়া, মে ২০২২)
• পবিত্র কুরআনের আলো বিজয়ী (বাংলাদেশ, ২০২০)
• ৪২তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন।
শিক্ষা জীবনসম্পাদনা,
তাকরীম ঢাকার মিরপুর ১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র। সে ২২ আগস্ট ২০২১ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এবং ইরানের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়।
২০২২ সালে সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কুরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবাধনে ঐতিহ্যবাহী লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা লিবিয়ার জন্য একমাত্র বাংলাদেশী প্রতিনিধি নির্বাচিত হয় এবং লিবিয়ার রাজধানী বানগাজিতে অনুষ্ঠিত ১০তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৪৫টি দেশকে পিছনে ফেলে সপ্তম পুরস্কার অর্জন করে।
কবির আহমেদ/ইবিটাইমস