রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফরহাদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের পাকেরমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফরহাদ হোসেন দিনাজপুর কোতোয়ালি থানার জালালপুর ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বদরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে রংপুরের দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য ফরহাদ হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য ফরহাদ হোসেন ঘটনাস্থলে প্রাণ হারান। অপর মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ