পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরে আলী আজগর আকন (৩৫)নামের হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছেন র্যাব।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল র্যাব-৮ ও চট্টগ্রাম র্যাব-৭ এর যৌথ অভিযান চালিয়ে তাকে জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিন রাজপাশা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আলী আজগর আকন্দ ওই এলাকার মুকুল আকনের ছেলে। ওই দিন বিকালে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত আলী আজগর চট্টগ্রামে রিক্সা চালাতেন। সেখানে তার স্ত্রী একটি গার্মেন্টসে চাকুরী করতেন এবং ইপিজেড এলাকায় থাকতেন। গত ২৫ আগস্ট পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আলী আজগর তার স্ত্রীকে স্বাসরোধ করে হত্যা করে ।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মহানগরীর ইপিজেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে স্বামী আলী আজগর গ্রেফতার এড়াতে সেখান থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় আত্মগোপন করেন। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এস্কেন্দার এর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস