ভোলায় এখনো নিখোঁজ ৮ ট্রলারের ৭০ জেলে, উদ্ধারে কোস্টগার্ড

জেলা প্রতিনিধি, ভোলাঃ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে কবলে পড়ে নিখোঁজ চরফ্যাশনের ৪ টি ও লালমোহনের ৪ টি ট্রলারের সন্ধান এখনো মেলেনি।
ওইসব ট্রলারে অন্তত ৭০ জন জেলে  ছিলো বলে মৎস্যবিভাগ জানিয়েছে। ৩ দিনেও তাদের সন্ধান না পাওয়ায় নিখোজদের ভাগ্যে কি ঘটেছে সেই চিন্তায় আতংক-উৎকন্ঠা রয়েছে পরিবারগুলো।

এদিকে লালমোহনে ৪ ট্রলারের ৭৫ জেলে সুন্দরবন থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, সাগরে ঝড়ের কবলে পড়ে যেসব ট্রলার ও জেলে নিখোঁজ হয়েছে,তাদের মধ্যে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের ৫ টিম সাগরে অভিযান পরিচালনা করছে।

এদিকে সকাল থেকেই আবহাওয়া রৌদ্রউজ্জল। নদী শান্ত রয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে আসছে উপকূলে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, যেসব ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, তাদের বেশিরভাগ ট্রলারের জেলে জীবিত উদ্ধার হয়েছে।

এদিকে ঢালচর ইউপি চেয়ারম্যান সালাম হাওয়াদার জানান, আমাদের ২ টি ট্রলার নিখোঁজ ছিলো, সেগুলোর শনিবার সন্ধান মিলেছে। তবে ৮ আগষ্ট ট্রলার ডুবির ঘটনায় ইউসুফ মাঝির ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৮ জেলে। ১৩ দিনেও তাদের সন্ধান মেলেনি

কুকরি-মুকরি চোয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, এখনও একটি ট্রলারের সন্ধান মেলেনি, সেই ট্রলারে ১৪/১৫ জন জেলে ছিলো। ঝড়ের কবলে পড়া নিখোজ জেলেদের উদ্ধারে তৃতীয় দিনেন মত রোববার সকাল থেকে অভিযানে রয়েছে কোস্টগার্ড। তবে দুপুর পর্যন্ত কোন জেলে উদ্ধার হয়নি। নিখোঁজ জেলেরা উদ্ধার না হওয়া পর্যন্ত কোসবটগার্ডের এ অভিয্ন চলবে বলে জানিয়েছে কেস্টগার্ড।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »