মানবিক কাজে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করছে যুবলীগ

পটুয়াখালী প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে নিম্ম আয়ের মানুষের জীবনে যখন নাভিস্বাস, ঠিক সে সময় মাঠে নেমেছে পটুয়াখালী জেলা যুবলীগ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে প্রতিদিনই তারা শহরের বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ, অসহায় পথ শিশুদের নতুন জামা কাপর বিতরন সহ বিভিন্ন মানবিক কাজে সম্পৃক্ত হচ্ছে। যা ইতিমধ্যে শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছেও প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে পটুয়াখালী জেলা যুবলীগের উদ্যোগে সরকারী কলেজ গেটে শতাধিক অসহায় মানুষের হাতে রান্না করা উন্নত মানের খাবার তুলে দেয়া হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড.আফজাল হোসেন প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এই খাবার বিতরণ করেন। এ সময় পটুয়াখালী সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, জেলা যুবলীগ সভাপতি এড. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. সৈদয় মোঃ সোহেল সহ যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শ্রমজীবী ও কর্মজীবী নিম্ম আয়ের মানুষ সহ স্থানীয়রা উন্নত মানের এই খাবার পেয়ে স্বস্থি প্রকাশ করেছেন। কলেজ রোডস্থ এলাকার বাসিন্দা  কোহিনুর বেগম বলেন, ‘বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম তাতে তো আর মুরগী কিনে খাওয়া সম্ভব না। এর পরও হক পাতা (শাক সবজী ) দিয়া কোন রকম জীবন চালাইয়া নিতেছি। আইজ যুবলীগের পালোপানে মুরগী দিয়া খিচুরি দিছে, আল্লার রহমতে ভালোই খাইছি। হেগো লইগ্যা দোয়া করি।

এমনই অভিমত রিকসা চালক ইব্রাহিম খলিলের, তিনি বলেন ‘ প্রতিদিন হোটেল খাই, দুপুরে খাইতে অন্তত ১শ টাকা লাগে সারা দিন যা আয় করি তাতে তো আর ভালো খাওয়া যায় না। তবে আইজ যুবলীগ খাবার দেওয়ায় ভালোই খাইলাম।;

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সৈয়দ মোঃ সোহেল বলেন, ‘কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাসম পরস এর নেতৃত্বে আমরা একটা মানবিক যুবলীগ গড়তে চাই। যুবলীগ মানে সাধারণ মানুষের বিপদে অপদে সবার আগে ঝাপিয়ে পরা, যুবলীগ মানে অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়া, যুবলীগ মানে ঝড় জলোচ্ছাসে এগিয়ে যাওয়া। আর এই শোকের মাসেও মানুষকে একটু সাহায্য করতে আমাদের এই উদ্যোগ। এর মাধ্যমে যেতুট সওয়াব হবে তা জাতির জনকের রুহের মাগফেরাত কামনায় যেন যুক্ত হয় সেই কামনা করি। ’

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »