ভিয়েনা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীর পিতার হত্যাকারীরা জাতীকে কলঙ্কিত করেছে -মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • ২০ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,‘ জাতীর পিতাকে হত্যার খুনিরা জাতীকে কলঙ্কিত করেছে। খুনিদের সকলকে ফাঁসির রায়  বাস্তবায়নের মাধ্যমে জাতি এ কলঙ্ক থেকে মুক্তি পাবে। স্বাধীনতার পরাজিত শক্তিরা তাদের পরাজয়ের পর প্রতিশোধ নিতে জাতীর পিতাকে স্বপরিবারে হত্যা করে। আর পরিবর্তীতে সামরিক শাসক জিয়ার মাধ্যমে ওই সব  খুনিরা রাষ্ট্রীয় মদদের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে আসিন হয়। যা জাতীকে আরো কলঙ্কিত করেছে’।

জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী  বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার। জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটন। এসময় বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া  নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে  ওই দিন সকালে পিরোজপুর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদারের, পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানে আয়োজনে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী এবং যুব ও যুব মহিলাদের যুব ঋণ হিসেবে ৮ জনকে ৫ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন ও আ’লীগ সহ  সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দিন দুপুরে পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের উদ্যোগে নাজিরপুরের তারাবুনিয়া মাদরাসায় এতিমদের উন্নত মানের খাবার প্রদান করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীর পিতার হত্যাকারীরা জাতীকে কলঙ্কিত করেছে -মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী

আপডেটের সময় ১২:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,‘ জাতীর পিতাকে হত্যার খুনিরা জাতীকে কলঙ্কিত করেছে। খুনিদের সকলকে ফাঁসির রায়  বাস্তবায়নের মাধ্যমে জাতি এ কলঙ্ক থেকে মুক্তি পাবে। স্বাধীনতার পরাজিত শক্তিরা তাদের পরাজয়ের পর প্রতিশোধ নিতে জাতীর পিতাকে স্বপরিবারে হত্যা করে। আর পরিবর্তীতে সামরিক শাসক জিয়ার মাধ্যমে ওই সব  খুনিরা রাষ্ট্রীয় মদদের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে আসিন হয়। যা জাতীকে আরো কলঙ্কিত করেছে’।

জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী  বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার। জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটন। এসময় বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া  নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে  ওই দিন সকালে পিরোজপুর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদারের, পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানে আয়োজনে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী এবং যুব ও যুব মহিলাদের যুব ঋণ হিসেবে ৮ জনকে ৫ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন ও আ’লীগ সহ  সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দিন দুপুরে পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের উদ্যোগে নাজিরপুরের তারাবুনিয়া মাদরাসায় এতিমদের উন্নত মানের খাবার প্রদান করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস