ভোলায় বৃহস্পতিবার বিএনপির সকাল সন্ধা হরতালের ডাক

ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল সন্ধা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

বুধবার বিকাল ৫ টায় জেলা বিএনপি এ হরতালের ডাক দেয়।

নুরে আলম হত্যার বিচার চেয়ে বিকালে বিএনপির কার্যালয়ে সামনে বিক্ষোভ মিছিল শেষে বিএনপি এ হরতালের ডাক দেয়।এতে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এদিকে ছাত্রদল সভাপতির মৃত্যুর ঘটনার পর থেকেই শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা কার্যালয়ে হাজির হয়ে বিক্ষোভ ও প্ররতিবাদ সমাবেশ করে বিএনপি।

এরআগে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত লাইফ সাপোর্টে থাকা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা যায়। এ নিয়ে দুই জনের মৃত্যু হলো।
উল্লেখ্য,  রোবাবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ বের করে জেলা বিএনপি।  মিছিলে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ঘন্টাব্যাপি সংঘর্ষ হয়। এ ঘটনায় সেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিম মারা যায়।
এছাড়াও পুলিশ এবং বিএনপির গুলিবিদ্ধ সহ শতাধিক নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছ।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »