‘কোন জোট নয়,তিনশ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি’ পটুয়াখালী জেলা সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের অভিমত

পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের বলেন, ‘দেশে একটা বিরাজনীতিকরন চলছে। রাজনীতি ধংশের পথে চলছে। রাজনীতি থাকবে না এ পথে চলছে।

বৃহস্পতিবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘বর্তমান সময় মানুষের জীবনের নিরাপত্তা নেই। এখন সব জায়গায় অনিশ্চয়তা। এমন অবস্থায় জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা তৈরী হয়েছে। জাতীয় পার্টি যখন সংঘবদ্ধ ভাবে এগিয়ে যাবে তখন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সূর্যের উদয় ঘটবে।

পটুয়াখালী জেলা জাতীয় পার্টি আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে জাতীয় পার্টির মহা সচিব এড.মুজিবুল হক চ্ধুসঢ়;ন্নু বলেন, ‘জাতীয় পার্টি কোন জোটে যাবে না, সংগঠনকে শক্তিশালী করে ৩শ আসনেই জাতীয় পার্টির মােনানয়ন দেয়া হবে। আপনার প্রস্ততু থাকেন সংগঠনকে শক্তিশালী করেন, মনে রাখবেন যদি জনপ্রিয়তা থাকে জনগনের সমর্থন থাকে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া খুব কঠিন নয়।

এ সময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন আমাদের কারো জোটে যেতে হবে না আগামীত জোট করার হন্য বড় দল গুলো আপনার
পেছনে লাইন দিবে।

জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অনান্যদের মধ্যে জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান ব্যারিষ্ট্যার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা, বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা
উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »