শেখ ইমন, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর বাজার এলাকা থেকে অস্ত্র, গুলি সহ আবু সাইদ (৩৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
গতকাল দুপুরে তাকে আটক করা হয়। সে উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর শরীফুল আহসান জানান, নাশকতা মুলক কর্মকান্ড করার জন্য সন্ত্রাসীরা অস্ত্র সহ হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর বাজারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব।
সেসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও বাজারের পাশ থেকে আবু সাইদকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক প্যান্টের কাপড়ের ভিতরে লোকানো একটি বিদেশী পিস্তল , ৬ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক সাইদের বিরুদ্ধে অস্ত্র, চাদাবাজি ও সন্ত্রাসীমুলক কর্মকান্ডের ৮ টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।
ঝিনাইদহ/ইবিটাইমস