ভিয়েনা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে মন্দিরের খুঁটিতে বেধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
  • ২৩ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জে মন্দিরের খুঁটির সাথে বেধে প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ১৯সেকেন্ডের অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নির্যাতনের শিকার ওই যুবকের নাম জয় চন্দ্র মেস্তুরী (২৩)। সে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড নমগ্রামের নরসুন্দর শ্যামল চন্দ্র মেস্তুরীর ছেলে।

ভিডিওতে দেখা যায়, শারীরিক প্রতিবন্ধী জয়কে কর্তারহাট এলাকার স্বর্ণেরচর মন্দিরের খুঁটির সাথে বেধে মারধর করছে একই এলাকার তাপস, অশীক চন্দ্রসহ আরও কয়েকজন।

এদিকে রাত সাড়ে দশটার দিকে নির্যাতনের শিকার যুবক জয় চন্দ্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। জয়ের বাবা শ্যামল চন্দ্র মেস্তুরী বলেন, জয় ছোট বেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। প্রায় দুষ্টুমি করে যে কারো গায়ে হাত তুলতো। শুনেছি আজ তাপসের এক মেহমানের গায়ে হাত তুলেছে। তারই জের ধরে তাপস, অশীক এবং ওই মেহমানসহ কয়েকজন মিলে জয়কে মন্দিরের খুঁটির সাথে বেধে অমানবিক নির্যাতন করে। এসময় নির্যাতনকারী তাপস ও অশীক চন্দ্রসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে জয়ের বাবা।

এদিকে নির্যাতনের শিকার জয়কে হাসপাতালে ভর্তি করানোর সংবাদ পেয়ে তাকে দেখতে যান লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ। এসময় তিনি বলেন, কি কারণে এমন নির্যাতনের ঘটনা ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সালাম সেনটু/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মন্দিরের খুঁটিতে বেধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন

আপডেটের সময় ০১:৫৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জে মন্দিরের খুঁটির সাথে বেধে প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ১৯সেকেন্ডের অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নির্যাতনের শিকার ওই যুবকের নাম জয় চন্দ্র মেস্তুরী (২৩)। সে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড নমগ্রামের নরসুন্দর শ্যামল চন্দ্র মেস্তুরীর ছেলে।

ভিডিওতে দেখা যায়, শারীরিক প্রতিবন্ধী জয়কে কর্তারহাট এলাকার স্বর্ণেরচর মন্দিরের খুঁটির সাথে বেধে মারধর করছে একই এলাকার তাপস, অশীক চন্দ্রসহ আরও কয়েকজন।

এদিকে রাত সাড়ে দশটার দিকে নির্যাতনের শিকার যুবক জয় চন্দ্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। জয়ের বাবা শ্যামল চন্দ্র মেস্তুরী বলেন, জয় ছোট বেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। প্রায় দুষ্টুমি করে যে কারো গায়ে হাত তুলতো। শুনেছি আজ তাপসের এক মেহমানের গায়ে হাত তুলেছে। তারই জের ধরে তাপস, অশীক এবং ওই মেহমানসহ কয়েকজন মিলে জয়কে মন্দিরের খুঁটির সাথে বেধে অমানবিক নির্যাতন করে। এসময় নির্যাতনকারী তাপস ও অশীক চন্দ্রসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে জয়ের বাবা।

এদিকে নির্যাতনের শিকার জয়কে হাসপাতালে ভর্তি করানোর সংবাদ পেয়ে তাকে দেখতে যান লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ। এসময় তিনি বলেন, কি কারণে এমন নির্যাতনের ঘটনা ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সালাম সেনটু/ইবিটাইমস