ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কের পর এবার ঈদে নৌপথেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ১৯ সময় দেখুন

ঢাকা: ঈদে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সংস্থাটি জানায়, ঈদযাত্রীদের লঞ্চে ওঠা-নামার সুবিধার্থে আগামী ১০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, প্রতিবারের মত এবারও যাত্রীদের ওঠানামার সুবিধার্থে লঞ্চ মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। গত ঈদুল ফিতরে ঘরে ফেরার যাত্রায় মোটরসাইকেল হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ বাহন। তবে তাতে দুর্ঘটনা বাড়ে বলেও পরিসংখ্যানে দেখা গেছে।

এদিকে ঈদের আগে তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরে তিনদিন এ সাতদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে জানান সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এছাড়া মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না বলে তিনি জানান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহাসড়কের পর এবার ঈদে নৌপথেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

আপডেটের সময় ০৬:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২

ঢাকা: ঈদে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সংস্থাটি জানায়, ঈদযাত্রীদের লঞ্চে ওঠা-নামার সুবিধার্থে আগামী ১০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, প্রতিবারের মত এবারও যাত্রীদের ওঠানামার সুবিধার্থে লঞ্চ মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। গত ঈদুল ফিতরে ঘরে ফেরার যাত্রায় মোটরসাইকেল হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ বাহন। তবে তাতে দুর্ঘটনা বাড়ে বলেও পরিসংখ্যানে দেখা গেছে।

এদিকে ঈদের আগে তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরে তিনদিন এ সাতদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে জানান সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এছাড়া মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না বলে তিনি জানান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ