আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্যারেডে গুলি চালিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই হামলাকারীর নাম রবার্ট ই ক্রিমো-৩ (২২) এ হামলা চালিয়েছে।
এ ঘটনায় ২৪ জন আহত হয়েছে। চিকাগো শহরের পাশে হাইজ ল্যান্ড পার্কে অনুষ্ঠিত ওই প্যারেডে উচ্চ ক্ষমতাসম্পন্ন বন্দুক দিয়ে তিনি মানুষদের লক্ষ্য করে গুলি চালায়। একটি ছাদ থেকে এ হামলা চালানো হয়।
চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত প্রতি সপ্তাহে একটি হামলার ঘটনা ঘটছে। এদিকে এ ঘটনায় হতবিহ্বল প্রেসিডেন্ট বাইডেন।
হামলার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের ম্যানহাট শহর থেকে ওই হামলাকীকে গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহের বসে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার পর ওই ব্যক্তির হামলার কথা স্বীকার করে নেন।
প্যারেডে আগতদের লক্ষ্য করে হামলা চালানোর আগে ওই হামলাকারী কয়েকটি ওপেন ফায়ার করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্ত আয়োজিত অনুষ্ঠান কয়েক মিনিটের মধ্যেই পণ্ড হয়ে যায়।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ