ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপি সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্প মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর হোসেন আমু ভাচুর্য়ালি প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ্আলম, সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, কবি আলআমিন বাকলাই, আরিফ হোসেন, মিনার মাহমুদ বিশেষ অতিথি ছিলেন। জাতীয় পর্যায়ে কবি-সহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার জন্য বাংলাদেশের ৩০টি জেলায় এই উৎসব হচ্ছে।
উৎসবে ইতিমধ্যে জেলা পর্যায়ে প্রকাশনা প্রকাশিত হয়েছে এমন ৩৪ জন কবিকে এবং লেখালেখির সাথে সংযুক্ত কিন্তু প্রকাশনা বের করতে পারেনি এমন কবি-সাহিত্যিক ২৬ জন সহ ৬০ জনকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়েছে।
একই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন এমন ৪০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি আলোচনা, স্মৃতিচারণ, নির্দিষ্ট ১০টি বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাধন রায়/ইবিটাইমস