ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টকে একটি আদর্শ জেলা হিসাবে গড়তে চায় জেলা পিপলস পার্টি(ÖVP)

জেলা পত্রিকা Bezirk Blatt এর সাথে এক সাক্ষাৎকারে পিপলস পার্টির ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের জেলা কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন একথা বলেন।

ইউরোপ ডেস্কঃ Bezirk Blatt জেলা Liesing গতকাল তাদের প্রকাশনায় জানায়,বর্তমান ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের শীর্ষ দল পিপলস পার্টি অস্ট্রিয়ার জেলা নেতৃবৃন্দ ২৩ নাম্বার ডিস্ট্রিক্টকে ভিয়েনার মধ্যে একটি স্মার্ট জেলা হিসাবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অঙ্গীকার করেছে।

ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের পিপলস পার্টির (ÖVP) চেয়ারম্যান বা জেলা প্রধান প্যাট্রিক গোসেলিক পৃথক এক সাক্ষাৎকারে Bezirk Blatt Liesing কে বলেন, ÖVP Liesing এর লক্ষ্য হল,আমাদের এই জেলাকে ভিয়েনার মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা হিসাবে উন্নীত করা।

তিনি আরও জানান, ইতিমধ্যেই আমরা বিনিয়োগ উদ্যোক্তাদের এই জেলায় বিনিয়োগে আগ্রহী করে তুলতে পেরেছি। তবে আমরা চাই আমাদের এই সম্ভাবনাময় এই জেলায় যেন আরও অধিক পরিমানে বিনিয়োগ হয়।

ভিয়েনার রাজ্যের মধ্যে ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট বা জেলা ইতিমধ্যেই একটি শিল্প সমৃদ্ধ জেলা হিসাবে প্রসিদ্ধ হয়ে উঠেছে। জেলা কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন তার সাক্ষাৎকারে আরও বলেন,আমরা লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে আরো নতুন বিনিয়োগকারীদের আমাদের জেলায় বিনিয়োগে উত্সাহিত করতে পারি।

তাছাড়াও আমরা আমাদের জেলার মানুষের জীবন যাপনের মান উন্নয়নের জন্য এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।

তিনি আরও বলেন, আমরা আমাদের জেলার আধুনিকতার দিকেও বিশেষ নজর রাখছি। আমরা ইতিমধ্যেই উদাহরণস্বরূপ জেলার বাসিন্দাদের জন্য
ফোটোভোলটাইক সিস্টেমের উন্নয়ন, যথেষ্ট ই-চার্জিং স্টেশন প্রতিষ্ঠার এবং পরিবারের দ্বারা পুনর্নবীকরণযোগ্য শক্তির বৃদ্ধি ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে।

একটি আদর্শ মহানগর ও জেলা হিসেবে আমরা যতটা সম্ভব জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে যথেষ্ট নজর রাখছি। আমরা আমাদের জেলাকে একটি আধুনিক জেলা হিসাবে গড়ে তুলতে এর দীর্ঘ মেয়াদ অবকাঠামো তৈরির কাজও হাতে নিয়েছি।

জেলা পত্রিকা Bezirk Blatt এর সাথে দেয়া এক সাক্ষাৎকারে ÖVP নেতা ও পিপলস পার্টি ÖVP এর Liesing জেলার উপ প্রধান ডমিনিক বেরটাগনল
বলেন,আমাদের জেলায় শিল্প কারখানা প্রতিষ্ঠার যথেষ্ট সুযোগ আছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আরও অধিক পরিমাণে আমাদের জেলার প্রতি আগ্রহী করে তুলতে। তিনি আরও বলেন,নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠার মধ্যেই আমাদের জেলার অর্থনৈতিক উন্নয়ন ও অধিক পরিমাণে কর্ম সংস্থান সুযোগ তৈরির মাধ্যমে বেকারত্বের সংখ্যাও কমিয়ে আনা সম্ভব হবে।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »