সুনাইরা নাজিম: আমি নীল অম্বরে উড়তে চাই
তুমি কী আমার ডানা হবে?
আমি কল্পনায় বিভোর হতে চাই
আঁধার রাতে তুমি কী স্বপ্নে ধরা দেবে?
আমি গোধুলীর রঙে মিশতে চাই
আমার পাশে তুমি কী থাকবে?
শিশির ভেজা ঘাসে তোমায় নিয়ে হাঁটতে চাই
তুমি কী আমার হাতটা ধরবে?
আমি তোমাকে নিয়ে বহুদূরে হারাতে চাই
তুমি কী আমার সঙ্গী হবে?
আমি জীবনের সবটা পথ তোমাকে নিয়ে চলতে চাই
তুমি কী আমার সেই পথের পথিক হবে?
আমার দুচোখে চোখ রাখো,এবার বলো
আমার চোখের দৃষ্টিসীমার বাইরে যেতে পারবে ?
কবি সুনাইরা নাজিম, বি/ ইবি টাইমস