ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়রন ট্যাবলেট খাওয়ার পর রেবা খাতুন (১২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার উত্তর সমশপুর গ্রামের সাগর হোসেনের মেয়ে এবং ওই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় ফারজানা ও আসমা নামের আরো দুই শিক্ষার্থী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
জানা যায়, সকালে স্কুল থেকে আয়রন ট্যাবলেট খাওয়ানো হয় শিক্ষার্থীদের।এরপর সকাল ১১ টার দিকে রেবা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে এবং তার মুখ দিয়ে গ্যাজা বের হতে থাকে। এরপর সদর সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রেবা শারীরিক ভাবে সুস্থ্য ছিল।
তবে সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ এসএম আশরাফুজ্জামান জানান, মেয়েটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।তবে আয়রন ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোন কারন ছিল তা আরো পরীক্ষা নীরিক্ষা করা বা ময়না তদন্তের পরই জানা যাবে।সাধারনত আয়রন ট্যাবলেট খেলে মৃত্যু হয় না।
উল্লেখ্য, ইউনিসেফের অর্থায়নে জেলায় কিশোরী মেয়েদের আয়রনের চাহিদা পুরণে স্বাস্থ বিভাগের পক্ষ থেকে সাত দিন পর পর এই আয়রন ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
শেখ ইমন/ইবিটাইমস