ঝালকাঠি পৌরসভার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মযার্দা মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে পৌর চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন মাধ্যমে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী দালুকদার। পরে সকাল সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু কর্নারে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভায় ও দোয়া মোনাজাতে পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী দালুকদার সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগ আহবায়ক ও কাউন্সিলর রেজাউল করিম জাকির, কাউন্সিলর হুমায়ুন কবির, কাউন্সিলর আবদুল কুদ্দুস হাওলাদার,পৌরসভার সচিব শাহীন সুলতানা প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদের আত্মার শান্তি, জাতির শান্তি,সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: কাদের।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকমী, পৌর কর্মকর্তা কর্মচারী,কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঝালকাঠিতে বিচার বিভাগ স্বাধীনতা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভার  মধ্যদিয়ে পালন করেছে। শনিবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অপর্ণ করে শেষ হয় ।

শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে আলোচনা সভায় জেলা ও দায়রা জজ সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল জজ এম এ হামিদ, অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ মাসুদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরানুর রহমান ও আবুল কালাম আজাদ এবং কর্মচারি কর্মকর্তাদের পক্ষ থেকে আবুল কালম আজাদ, নিত্যানন্দ ঘোষ, সারমিন প্রমূখ বক্তব্য রাখেন।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »