রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেন আর্নল্ড শোয়ার্জ়নেগার

অস্ট্রিয়ান বংশোদ্ভূত সাবেক ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর ও হলিউডের সুপারস্টার টার্মিনেটর খ্যাত আরনল্ড শোয়ার্জনেগার এক ভিডিও বার্তায় পুতিনকে যুদ্ধ বন্ধ করার এই আহ্বান জানিয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী লস এঞ্জেলস থেকে ভয়েস অফ আমেরিকা জানিয়েছেন গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় সাবেক হলিউডের একশন সুপারস্টার রাশিয়ার জনগণকে উদ্দেশ্য করে বলেন যে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে তাদের কাছে মিথ্যাচার করা হচ্ছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি নিজের উচ্চাকাঙ্খার জন্য রাশিয়ার সৈন্যদের জীবন বিসর্জন দিচ্ছেন।

সংবাদ সংস্থা ভোয়া আরও জানিয়েছে, শোয়ার্জনেগার রাশিয়াতে ভীষণ জনপ্রিয়। তিনি পুতিনের কাছেও জনপ্রিয় বলে ধারণা করা হয়। ‘দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া’ নামের টুইটার অ্যাকাউন্টটি অন্য মাত্র ২২টি অ্যাকাউন্টকে ফলো করে, যার মধ্যে একটি হল শোয়ার্জনেগারের অ্যাকাউন্টটি।

নয় মিনিটের ঐ ভিডিওতে শোয়ার্জনেগার বলেন যে, রাশিয়ার সৈন্যদের বলা হয়েছিল যে তারা ইউক্রেনে নাৎসিদের বিরুদ্ধে লড়বে, বা ইউক্রেনে রাশিয়ান জাতিসত্ত্বার মানুষদের রক্ষা করবে বা তারা একটি সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে, এবং তাদেরকে সেখানে বীরের বেশে বরণ করা হবে। তিনি বলেন যে, তাদের মধ্যে অনেক সৈন্যই এখন জানে যে, সেইসব দাবিগুলো মিথ্যা ছিল।

পড়ার ঘরের (Study room) একটি টেবিলের পেছনে বসা শোয়ার্জনেগার সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “এটি একটি অবৈধ যুদ্ধ”। তিনি বলেন, “আপনাদের জীবন, আপনাদের অঙ্গপ্রত্যঙ্গ, আপনাদের ভবিষ্যৎকে একটি অর্থহীন যুদ্ধের জন্য বিসর্জন দেওয়া হচ্ছে, যেই যুদ্ধটির প্রতি সমগ্র বিশ্ব নিন্দা জানিয়েছে”।

আবেগময় ভিডিওটি শোয়ার্জনেগার টুইটার, ইউটিউব ও ইন্সটাগ্রামে পোস্ট করেন। যেহেতু সেগুলোর কয়েকটির প্রচার রাশিয়াতে বন্ধ রয়েছে, সেহেতু তিনি ভিডিওটি টেলিগ্রাম নামক ম্যাসেজিং অ্যাপেও পোস্ট করেন, কারণ সেটি সেখানে নিষিদ্ধ নয়। টেলিগ্রামে ভিডিওটি ৫ লক্ষেরও বেশি দর্শক পেতে সক্ষম হয়। ভিডিওটির নিচে তার কথাগুলো রুশ ভাষায় সাবটাইটেল হিসেবে লেখা ছিল।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী রাজ্য খ্যাত ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্নর নিজের পিতা সম্পর্কে বেদনাদায়ক স্মৃতিও তুলে ধরেন। সেখানে তিনি জানান যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তার পিতা অস্ট্রিয়ায় অ্যাডলফ হিটলারের বাহিনীর হয়ে যুদ্ধ করার সময়ে তাকেও মিথ্যা বলা হয়েছিল, এবং তিনি লেনিনগ্রাডের যুদ্ধে আহত হওয়ার পর শারিরিক ও মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় অস্ট্রিয়াতে ফিরেছিলেন।

শোয়ার্জনেগার রাশিয়ানদেরকে তাদের দেশের নাগরিকদের “ইউক্রেনে চলমান মানবিক বিপর্যয়টি” সম্পর্কে জানাতে অনুরোধ করেন। ভিডিওটিতে ইউক্রেনে বোমায় বিধ্বস্ত ভবন এবং রুশ গোলাবর্ষণের শিকার মানুষদের চিত্র তুলে ধরা হয়।

এরপর তিনি সরাসরি পুতিনের উদ্দেশ্যে বলেন: “আপনি এই যুদ্ধ শুরু করেছেন। আপনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আপনি এই যুদ্ধ থামাতে পারেন।”

রাশিয়ার সাথে নিজের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন শোয়ার্জনেগার। তিনি সেখানে শরীরচর্চাবিদ ও চলচ্চিত্রের অ্যাকশন হিরো হিসেবে কাজ করতে গিয়েছিলেন। এছাড়াও, ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে, মস্কোতে একটি সফরে সিলিকন ভ্যালির ব্যবসায়িক নেতা ও ভেনচার ক্যাপিটালিস্টদের একটি প্রতিনিধিদলের নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

ইউক্রেনের যুদ্ধের প্রতিবাদে রাস্তায় নেমে আসা এবং গ্রেফতার ও ধর পাকড়ের শিকার রাশিয়ার মানুষদেরকে তিনি “আমার নতুন হিরো” হিসেবে আখ্যায়িত করেন আরনল্ড শোয়ার্জনেগার।

আর্নল্ড শোয়ার্জনেগার ১৯৪৭ সালের ৩০ জুলাই অস্ট্রিয়ার Steiermark রাজ্যের রাজধানী Graz থেকে প্রায় ৩ কিলোমিটার দূরবর্তী Thal গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৬০ এর দশকে বডিবিল্ডিং এ একবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরবর্তীতে তিনি ৭০ এর দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে গমন করেন।

শোয়ার্জনেগার ১৫ বছর বয়স থেকে ভারোত্তোলন শুরু করেন। তিনি ২০ বছর বয়সে মিস্টার ইউনিভার্স হন। এ ছাড়া তিনি সাত বার মিস্টার অলিম্পিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। অবসর নেয়ার পরও শোয়ার্জনেগার বডিবিল্ডিং বা শরীর গঠন জগতে একজন প্রখ্যাত ব্যক্তি। শরীর গঠন বিষয়ে তিনি একাধিক বই ও নিবন্ধ লিখেছেন।

শোয়ার্জনেগার হলিউড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেন। দ্য টারমিনেটর, কোনান দ্য বার্বারিয়ান, প্রিডেটর তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।

শোয়ার্জনেগার রিপাবলিকান পার্টির একজন পদপ্রার্থী হিসেবে ২০০৩ সালের অক্টোবরে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন এবং তৎকালীন গভর্নর গ্রে ডেভিসকে স্থলাভিষিক্ত করেন। ২০০৩ এর ২৩ নভেম্বর শোয়ার্জনেগার শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৬ সালের ৭ নভেম্বর তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত হন। এই নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টি পদপ্রার্থী ফিল অ্যাঞ্জেলিডেসকে পরাজিত করেছিলেন।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »