অস্ট্রিয়ার Oberösterreich(OÖ) রাজ্যের Wels রেলস্টেশনে পৌঁছার পর একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডে একজন সামান্য আহত হলেও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার পশ্চিমের আপার অস্ট্রিয়া(OÖ) রাজ্যের জনপ্রিয় দৈনিক OÖ Nachrichten তাদের অনলাইন
প্রকাশনায় জানায়, বুধবার ভোরে সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভিয়েনার উদ্দেশ্যে ছেড়ে আসা নাইটজেট NJ 236/NJ 467 ট্রেনটি রাজ্যের Wels-Land জেলার Wels শহরের প্রধান রেলস্টেশনে পৌঁছা মাত্রই একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটিতে শতাধিকের উপরে যাত্রী ছিলেন এবং সে সময় অধিকাংশ যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন।
অবশ্য পত্রিকাটির খবর অনুযায়ী গত চারদিনে এই রাজ্যে এটি তৃতীয় আগুন লাগার ঘটনা। অনেকেই সন্দেহ করছেন ওভারহেড বৈদ্যুতিক তারে কোন সমস্যার কারনে এই রকম সিরিজ ঘটনা ঘটে থাকতে পারে। এখানে উল্লেখ্য যে, অস্ট্রিয়ার রেলওয়ের ওভারহেডে ১৫,০০০ হাজার ভোল্টের বিদ্যুতের মাধ্যমে ট্রেন চলাচল করে।
পত্রিকাটি স্থানীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানায়,নাইটজেট ট্রেনের টয়লেটের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হচ্ছে। ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই অস্ট্রিয়ার OÖ রাজ্যের Wels শহরের ফায়ার সার্ভিস বড় ধরনের এক অভিযান পরিচালনা করে। আগুন লাগার সাথে সাথেই সমগ্র
রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়।
দুর্ঘটনা কবলিত নাইটজেট ট্রেনে আগুন লাগার ঘটনার সময় পাশের বগিতে ট্রেনের স্টুয়ার্ড হিসাবে কর্মরত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তাকি নাজিব নামে একজন তরুণ।
ইউরো বাংলা টাইমসের ভিয়েনার সংবাদদাতার সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে তাকি নাজিব জানান সুইজারল্যান্ডের জুরিখ থেকে রাতে ছেড়ে আসা নাইটজেট ট্রেনটি ভিয়েনা সেন্ট্রাল রেল স্টেশনে পৌঁছানোর সিঠিউল সময় ছিল সকাল ৭:৫৮ মিনিটে।
তিনি জানান নাইটজেটটি যখন ভোর ৫ঃ৪৫ মিনিটে আপার অস্ট্রিয়া (OÖ) রাজ্যের Wels রেলস্টেশনে পৌঁছে তখন আমরা রাতের বিশ্রামের পর যাত্রীদের সকালের নাস্তা পরিবেশনের প্রস্তুতি নিতে ছিলাম। ঠিক সেই মুহূর্তেই আমাদের ট্রেন ম্যানেজার ছুটে এসে জানালো ট্রেনে আগুন লেগেছে । তারপরই আমি শুনতে পেলাম মাইকের ঘোষনা ও ফায়ার এলার্ম। আমরা স্টাফরা দ্রুত ট্রেনের সকল যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনলাম। তারপর আমি সহ আমাদের সমস্ত স্টাফ নিজেদের মালপত্র নিয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়লাম।
তারপর নিজের চোখের সামনেই দেখতে পেলাম আমার পাশের বগিটির উপর দিয়ে ধাউধাউ করে আগুন জ্বলছে। অগ্নিদগ্ধ বগিতে আমার একজন কলিগ সামান্য আহত হওয়ায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ট্রেনে আগুন
লাগার সংবাদ ছড়িয়ে পড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই চলে এলো ফায়ার সার্ভিস, পুলিশ, ডাক্তার, এমবুলেন্স স্থানীয় সাংবাদিক এবং অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের Wels জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তিনি ইউরো বাংলা টাইমসের সংবাদদাতাকে আরও জানান, ট্রেনটি কোন সুড়ন্গ থাকা অবস্থায় বা স্টেশন থেকে দূরে থাকা অবস্থাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারতো। তিনি মহান আল্লাহতায়ালার নিকট এই
অগ্নিকাণ্ডের ঘটনায় অক্ষত থাকার সৌভাগ্য দান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রায় ঘন্টা খানেক Wels রেলস্টেশনে অবস্থানের পর ট্রেনটি পুনরায় ভিয়েনার সেন্ট্রাল রেলস্টেশনে (Wien Hauptbahnhof) নিরাপদে পৌঁছায়।
কবির আহমেদ/ ইবিটাইমস