ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে ১ টি প্রাইভেট কার সহ ১১ টি মোটরসাইকেল আটক করেছেন ট্রাফিক পুলিশ। এ সময় ৩২ জনের নামে মামলা দায়ের সহ প্রায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা শহরের বিভিন্ন স্থানে দুর্ঘটনা এড়াতে ও হেলমেট ব্যবহান না করার অপরাধে মঙ্গলবার (২২ফেব্রুয়ারী) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। শহরের কেন্দ্রিয় জামে মসজিদ মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসানের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.ম মাসুদুজ্জামান মিলু ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহিরুল হক, সার্জেন্ট কামাল হোসেন ও এস আই সরিফুল প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে, হেলমেটবিহীন কেউই যেন মোটর সাইকেল নিয়ে বের না হয় এবং না চলায়। মোটর সাইকেল চালকদের জীবনের ঝুঁকি এড়াতে হেলমেট ব্যবহার একান্ত প্রয়োজন। এ জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন মেনে গাড়ি ও মোটরসাইকেল চালাতে হবে।
এ সময় তিনি আরো জানান, ট্রাফিক আইন অমান্য করায় এ অভিযানকালে মোট ৩২ জনের নামে দায়ের হওয়া মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় এবং নিবন্ধনের কাগজ না থাকার অভিযোগে ১১টি মোটরসাইকেল ও ১ টি প্রাইভেটকার আটক করা হয়।
উল্লেখ্য, হেলমেট বিহীন প্রায় শতাধিক চালককে নতুন করে হেলমেট কিনে এনে গাড়ি ফেরত নিতে হয়েছে। আর এ সুযোগে ব্যবসায়ীরাও হেললমেটের দাম বাড়িয়ে দিয়েছেন বলে গাড়ির মালিকরা অভিযোগ করেছেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস