চরফ্যাসন প্রতিনিধি: উপকূলের কন্ঠস্বর,উপকূলবাসীর সঙ্গী ” এ শ্লোগানকে পথচলার প্রত্যয় নিয়ে দ্বীপ জেলা ভোলার চরফ্যাসনের একমাত্র কমিউনিটি রেডিও মেঘনায় কিশোরী ওযুব নারী দ্বারা পরিচালিত চরফ্যাসন উপকূলীয় গণমানুষের মুখপাত্র রেডিও মেঘনার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এবার ৮ম বছরে পর্দাপন করলো রেডিও মেঘনা।
১৮ ফেব্রুয়ারী শুক্রবার ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কেককাটার মধ্যদিয়ে পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আল নোমান ও তার সহধর্মিণী উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক ও মেঘনার কর্মীবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি বৃন্দ রেডিও মেঘনার ভবিষ্যত পরিকল্পনা ওকার্যক্রম এর সাফল্য কামনা করেন। ২০০৫ সালের আজকের এই দিনে রেডিও মেঘনার যাত্রা শুরু হয়।
ভোলা /ইবিটাইমস/এম আর