হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ১২২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব গত ৩১ ডিসেম্বর সকালে জেলার চুনারুঘাট দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে থাদের কে আটক করা হয় এ সময় ১২২ বোতল ফেন্সিডিল ১টি সিএনজি ৩টি মোবাইল ৪টি সীমকার্ড উদ্ধার করে র্যাব। আটকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার মনোহরপুর উপজেলার কুলিয়ারচর গ্রামের মৃত হবিব উল্লাহ মেয়ে লাকি আক্তার চাঁদনী (৩০), কমলপুর গ্রামের ফারুক মিয়া স্ত্রী বকুলা বেগম (৫০) ও চুনারুঘাট উপজেলা সুন্দরপুর গ্রামের মৃত কাশেম আলী ছেলে মোঃ রানু মিয়া (৪১)
গত ৩১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট পৌরসভার ০৬ নং ওয়ার্ডের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি দল অভিযান চালিয়ে তাদের কে আটক করে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত রা অবৈধভাবে মাদকদ্রব্য (ফেন্সিডিল) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যোগসাজস পূর্বক নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৪(গ)/৩৮/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস