ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ার পোনা নদীতে রোববার (২ নভেম্বর) দুপুরে ভান্ডারিয়া-ঢাকা নৌরুটে চলাচলকারী ঢাকাগামী এমভি টিপু- ১২ এর ধাক্কায় গাছের চারা বোঝাই একটি ইঞ্জিন চালিত স্টীলের ট্রলার ডুবে যায়। এতে পাঁচ ব্যবসায়ী আহত হয়েছে।গুরুতর আহত নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা এলাকার আব্দুর রশিদ (৬৫) ও কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদার (৬০)কে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্য ৩ জনকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। ট্রলারটি নদীতে নিমজ্জিত আবস্থায় আছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী এমভি ফারহান-১০ ও এমভি টিপু-১২ এ দু’টি লঞ্চ দুপুর আড়াইটার দিকে ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যায়।কিছু দুর গিয়েই দুই লঞ্চের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।লঞ্চ দু’টি পোনা ও কচাঁ নদীর মোহনায় পৌঁছলে টিপু-১২ লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চারা
বোঝাই একটি ইঞ্জিনচালিত স্টিলের ট্রলারকে ধাক্কা দিলে দুমড়ে-মুচরে ডুবে যায়।
ওই ট্রলারের থাকা মাসুদ হোসেন জানান, বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চাড়া নিয়ে ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা বাজার থেকে নাজিরপুরের বৈঠাঘাটা উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে আসে। পথে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা নদীতে দেলোয়ার বেপারীর ইট ভাটার কাছে আসলে যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু -১২ পিছন থেকে ধাক্কাদেয়। দুর্ঘটনা সময় আমি এবং আমার ভাই সুমন লাফিয়ে নদীতে পড়ে প্রানে রক্ষা পাই।
লঞ্চ যাত্রী ছাদেক হোসেন জানায়, ভান্ডারিয়া থেকে দু’টি লঞ্চ ঢাকার উদ্যেশে একই সময় ঘাট থেকে ছাড়ার কারনে প্রতিযোগিতা ও লঞ্চের সময় সূচি না মানার কারণে এই দুর্ঘটনা ঘটে ।
এদিকে বরিশাল বন্দর পরিবহন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার বিষয় শুনেছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস