হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্থাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় ৪ প্রতিষ্ঠানকে এর ১৭, হাজার টাকা জরিমানা করা হয় ।
ফায়ার লাইসেন্স না নিয়ে এলপিজি সিলিন্ডার গ্যাসের ব্যবসা করার অপরাধে সালা উদ্দিন ব্রিডার্সকে ৫, হাজার টাকা, বিস্ফোরক লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাসের ব্যবসা করায় জনতা এন্টারপ্রাইজকে ৫, হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া, মানহীন ভেজাল পণ্য বিক্রির অপরাধে হামিদ স্টোরকে ২, হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ইব্রাহিম মেডিকেল হলকে ৫, হাজার টাকা জরিমানা করা হয় ।
” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ” এর ৪১, ৫১ ও ৫২ ধারা অনুসারে জরিমানা আদায় করা হয়।কোর্ট পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট মোঃ মিনহাজুল ইসলাম।উপপরিদর্শক মোঃ স্বপনের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস