শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন ( ভোলা): ভোলার চরফ্যাসনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি এবং আইন শৃঙ্খলা বিষয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ তৌফিক ই- লাহী চৌধুরী প্রধান অতিথির বক্তৃতা রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন সহ প্রতিদ্বন্ধী প্রার্থীরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, দিন শেষে সবাই একই জায়গায় থাকতে হবে।সুষ্ঠু ভোটের জন্য সকলের সহযোগীতা দরকার।আচরণ বিধি লঙ্ঘন করলে, RAB, বিজিবি, কোষ্ট্রগার্ড ও পুলিশ ব্যবস্থা নেবে।ভোট কেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা কর্মী ভোট এলাকায় মোতায়েন করা হবে।
উল্লেখ তৃতীয় ধাপে এখানে ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন করা হবে ২৮ নভেম্বর, রোববার।
ভোলা /ইবিটাইমস